ম্যারিকোর লেনদেন বন্ধ আজ

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত এফএমসিজি খাতের বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের। এর আগে গত দুই কার্যদিবস স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন হয়। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভা থেকে ২০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে ম্যারিকো বাংলাদেশ। পাশাপাশি সভায় চলতি ২০২১-২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে (এপ্রিল-ডিসেম্বর) ম্যারিকো বাংলাদেশের আয় হয়েছে হাজার কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন