নেপাল বাংলাদেশ ব্যাংক

শেয়ার বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত করেছে আইএফআইসি

নিজস্ব প্রতিবেদক

গত বছরের জুলাইয়ে নেপাল বাংলাদেশ ব্যাংকে থাকা বিনিয়োগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (আইএফআইসি) পর্ষদ। এরই মধ্যে নেপালের ব্যাংকটিতে থাকা আইএফআইসি ব্যাংকের সব শেয়ার বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। নেপালের নাগরিক সারিকা চৌধুরী আইএফআইসির কাছে থাকা নেপাল বাংলাদেশের সব শেয়ার কিনে নিচ্ছেন।

গতকাল আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত এক মূল্যসংবেদনশীল তথ্যে (পিএসআই) জানা যায়, ৬১৮ কোটি ৭০ লাখ হাজার ৫৬৮ নেপালি রুপি, বাংলাদেশী টাকায় যার পরিমাণ ৪৪১ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার ৫৫৩ টাকায় সারিকা চৌধুরীর কাছে আইএফআইসি নেপাল বাংলাদেশ ব্যাংকের শেয়ার বিক্রি করবে। নেপাল রাষ্ট্র ব্যাংক অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে শেয়ার বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হবে। এর আগে বছরের জানুয়ারিতে নেপাল বাংলাদেশ ব্যাংকের শেয়ার বিক্রির জন্য সারিকা চৌধুরীর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছিল আইএফআইসি ব্যাংক।

১৯৯৪ সালে উদ্যোক্তা হিসেবে নেপাল বাংলাদেশ ব্যাংকে বিনিয়োগ করেছিল আইএফআইসি ব্যাংক। নেপালের স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে আইএফআইসি ব্যাংকের যৌথ উদ্যোগে গঠন করা ব্যাংকটি ১৯৯৫ সালে নেপাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। বর্তমানে নেপালের ব্যাংকটিতে আইএফআইসি ব্যাংকের ৪০ দশমিক ৯১ শতাংশ বিনিয়োগ রয়েছে। নেপাল বাংলাদেশ ব্যাংকের পর্ষদে চেয়ারম্যান হিসেবে আইএফআইসি ব্যাংকের মনোনীত প্রতিনিধি হিসেবে আর এম নাজমুস সাকিব দায়িত্ব পালন করছেন। এছাড়া ব্যাংকটির পর্ষদে আইএফআইসির মনোনীত পরিচালক হিসেবে রয়েছেন এম শাহ আলম সারেয়ার কামরুন নাহার আহমেদ।

নেপাল স্টক এক্সচেঞ্জের তথ্যানুসারে, নেপাল বাংলাদেশ ব্যাংকের মোট শেয়ার সংখ্যা কোটি ৪৮ হাজার ২১২। এর ৪১ দশমিক ৩৫ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা, ১০ দশমিক ৩০ শতাংশ ব্যক্তি শ্রেণীর উদ্যোক্তা, শতাংশ সাধারণ প্রতিষ্ঠান এবং ৩৯ দশমিক ৩৫ শতাংশ শেয়ার ব্যক্তি শ্রেণীর সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। উদ্যোক্তা প্রতিষ্ঠানের কাছে থাকা ৪১ দশমিক ৩৫ শতাংশ শেয়ারের মধ্যে ৪০ দশমিক ৯১ শতাংশই রয়েছে আইএফআইসি ব্যাংকের কাছে। সে হিসেবে আইএফআইসি ব্যাংকের কাছে নেপাল বাংলাদেশ ব্যাংকের কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ৭২৩টি শেয়ার রয়েছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা ৭৫ পয়সা। ৩১ ডিসেম্বর ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ১৮ পয়সা।

১৯৮৬ সালে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধন হাজার ৭০০ কোটি ৮৭ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের দশমিক ১৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩২ দশমিক ৭৫ শতাংশ সরকার, ২০ দশমিক ৭৪ শতাংশ প্রতিষ্ঠান, দশমিক ৯৭ শতাংশ বিদেশী এবং ৩৯ দশমিক ৪০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন