কুইন সাউথের স্টক লভ্যাংশ অনুমোদন করেছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক

কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। বিদ্যমান শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ দিয়ে মূলধন বাড়াবে বস্ত্র খাতের কোম্পানিটি। এজন্য স্টক লভ্যাংশ অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড স্টক কমিশনে (বিএসইসি) আবেদন করেছিল কোম্পানিটি। যাতে কমিশন অনুমোদন দিয়েছে। মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে অনুমোদনের বিষয়টি গতকাল জানিয়েছে কোম্পানিটি।

তথ্যমতে, কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ১৩০ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ২০০ টাকা। কোটি ৩০ লাখ ৮৭ হাজার ৬০২টি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়িয়ে ১৪৩ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার ২২০ টাকায় উন্নীত করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। সেই হিসাবে স্টক লভ্যাংশের মাধ্যমে তাদের পরিশোধিত মূলধন বাড়াবে ১৩ কোটি লাখ ৭৬ হাজার ২০ টাকা।

২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কুইন সাউথ টেক্সটাইল। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। এছাড়া রিজার্ভে রয়েছে ৭০ কোটি ৭৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি লাখ ৭৬ হাজার ২০। এর মধ্যে ৫৩ দশমিক ২৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া ২৮ দশমিক শূন্য শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ১৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারী বাকি ১৮ দশমিক ৫৯ শতাংশ শেয়ার সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল কুইন সাউথ টেক্সটাইল শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ২৮ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২০ টাকা ২০ পয়সা থেকে ৩৬ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন