স্পট মার্কেটে লেনদেন হবে ম্যারিকোর শেয়ার

নিজস্ব প্রতিবেদক

আজ আগামীকাল দুদিন স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত এফএমসিজি খাতের বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার। লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ১৫ ফেব্রুয়ারি স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর পরদিন থেকে স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে যথারীতি কোম্পানিটির শেয়ার লেনদেন চলবে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম নয় মাসে ম্যারিকো বাংলাদেশের আয় হয়েছে হাজার কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল প্রায় ৮৭৭ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে আয় বেড়েছে ১৩২ কোটি ৫৩ লাখ টাকা বা ১৫ দশমিক ১১ শতাংশ। নয় মাসে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে প্রায় ২৮৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল প্রায় ২৫০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে প্রায় ৩৪ কোটি টাকা বা ১৩ দশমিক ৫২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯০ টাকা পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন