কারণ ছাড়াই শেয়ারদর বাড়ছে ইয়াকিন পলিমারের

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ারদর লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ছে। তবে এর পেছনে কোম্পানিটির কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) নেই বলে দাবি করেছে প্রকৌশল খাতের প্রতিষ্ঠানটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে গতকাল তথ্য জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত জানুয়ারি কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১২ টাকা পয়সা। ফেব্রুয়ারি যা সর্বোচ্চ ২১ টাকা ৯০ পয়সায় দাঁড়ায়। সর্বশেষ গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ২১ টাকা ১০ পয়সা। অন্যদিকে জানুয়ারি একদিনে কোম্পানিটির লাখ ৬০ হাজারের মতো শেয়ার লেনদেন হয়। ২৩ জানুয়ারি যা বেড়ে ৮২ লাখ ৬৮ হাজার ছাড়িয়ে যায়। সর্বশেষ গতকাল একদিনে কোম্পানটির ৩৭ লাখ ৯৬ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়েছে।

কোনো কোম্পানির শেয়ারদর লেনদেন অস্বাভাবিক হারে বাড়তে থাকলে সেটির কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে চিঠি দেয় স্টক এক্সচেঞ্জ। এরই অংশ হিসেবে ফেব্রুয়ারি ইয়াকিন পলিমারকে চিঠি দেয় ডিএসই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন