টানা দুদিন পতনের পর সূচকে উত্থান

নিজস্ব প্রতিবেদক

চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে ১০১ পয়েন্ট হারিয়েছিল সূচক। তবে আগের দুদিনের টানা পতন কাটিয়ে গতকাল ইতিবাচক প্রবণতায় ফিরেছে দেশের পুঁজিবাজার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়েছে ১১ দশমিক শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার সিএসইর সূচক বাড়লেও দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে ভালো আয় মুনাফা পরিলক্ষিত হচ্ছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে এসব কোম্পানির শেয়ার কেনার প্রবণতা দেখা যাচ্ছে। পাশাপাশি কভিডের ক্রমবর্ধমান সংক্রমণ সত্ত্বেও দেশের সামষ্টিক অর্থনৈতিক সূচক ইতিবাচক অবস্থানে রয়েছে, যা বিনিয়োগকারীদেরও আত্মবিশ্বাসী করে তুলছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। মাঝে কিছুটা উত্থান-পতন দেখা গেলেও শেষ পর্যন্ত গতকাল দিনশেষে ৭১ পয়েন্ট বেড়ে হাজার ৯৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স, যা আগের কার্যদিবসে ছিল হাজার ৯২৬ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লাফার্জহোলসিম বাংলাদেশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড রেনাটা লিমিটেডের শেয়ার।

ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে প্রায় ১৬ পয়েন্ট বেড়ে হাজার ৪৯৭ পয়েন্টে অবস্থান করছে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২৯ পয়েন্ট বেড়ে গতকাল হাজার ৫৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল হাজার ৫৫৯ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে হাজার ৩৫২ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল হাজার ২১৫ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ২৩৯টির, কমেছে ৯৫টির আর অপরিবর্তিত ছিল ৫১টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক শতাংশ দখলে নিয়েছে বিবিধ খাত। গতকাল সিরামিক খাতে সবচেয়ে বেশি দশমিক শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে নেতিবাচক রিটার্নের শীর্ষে ছিল চামড়া খাত।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল বেক্সিমকো লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ, বিএসসি, বিবিএস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, আরএকে সিরামিকস, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, বিডি ফাইন্যান্স ইউনিয়ন ব্যাংক।

গতকাল ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ সিকিউরিটিজ ছিল বিবিএস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার, আইএসএন, ইউনিয়ন ইন্সু্যুরেন্স, বিডি থাই ফুড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

অন্যদিকে গতকাল এক্সচেঞ্জটিতে দর কমার শীর্ষে থাকা কোম্পানির মধ্যে রয়েছে এনভয় টেক্সটাইল, ফরচুন সুজ, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, কুইন সাউথ টেক্সটাইল, এসআইবিএল, লিন্ডে বাংলাদেশ, পিপলস ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, রহিম টেক্সটাইল কপারটেক ইন্ডাস্ট্রিজ।

সিএসইতে গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে প্রায় ১৩৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৩০ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১২ হাজার ১৯৪ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ২২৪ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ২০ হাজার ২৯৯ পয়েন্টে। গতকাল সিএসইতে মোট ৪৭ কোটি ৩০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন