মাটির টেকসই ব্যবহার নিশ্চিতে বৈশ্বিক উদ্যোগ জরুরি: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মাটির টেকসই ব্যবহার নিশ্চিত করতে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগ জরুরি। বিষয়ে উন্নত দেশ আন্তর্জাতিক সংস্থাগুলোকে সমন্বিত ব্যাপক কর্মসূচি গ্রহণ করার এবং উন্নয়নশীল স্বল্পোন্নত দেশে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী . মো. আবদুর রাজ্জাক। কৃষিমন্ত্রী গতকাল বার্লিন কৃষিমন্ত্রীদের সম্মেলন- ভার্চুয়ালি যোগদান করে আহ্বান জানান।

জার্মান ফেডারেল মিনিস্ট্রি অব ফুড অ্যান্ড এগ্রিকালচারের আয়োজনে পাঁচ দিনব্যাপী ১৪তম গ্লোবাল ফোরাম ফর ফুড অ্যান্ড এগ্রিকালচার-এর শেষ দিনে কৃষিমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। কভিড-১৯ পরিস্থিতির কারণে এবার ভার্চুয়ালি কনফারেন্সটি অনুষ্ঠিত হয়েছে। ভূমির টেকসই ব্যবহার: মৃত্তিকা থেকেই খাদ্য নিরাপত্তা শুরু শিরোনামে কৃষি-খাদ্যবিষয়ক সম্মেলনে বিশ্বের ৭০টিরও বেশি দেশের কৃষিমন্ত্রী ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কৃষিমন্ত্রী . আবদুর রাজ্জাক বাংলাদেশে মাটির টেকসই ব্যবহারের নানা চ্যালেঞ্জ তা মোকাবেলায় বাংলাদেশ সরকারের উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে মাটির স্বাস্থ্য রক্ষা টেকসই ব্যবহার অনেক চ্যালেঞ্জিং। ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে মাটির অতিরিক্ত ব্যবহার, অবক্ষয়, দূষণ, লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন, মাটির পুষ্টি উপাদানের অবক্ষয়, মাটির ক্ষয় প্রভৃতি সমস্যা রয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার মাটির টেকসই ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে স্বল্পমেয়াদি দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মসূচি গ্রহণ বাস্তবায়ন করছে।

কৃষিমন্ত্রীদের সম্মেলনে জার্মানির ফুড অ্যান্ড এগ্রিকালচার-বিষয়ক ফেডারেল মিনিস্টার ওজদেমির, কৃষি গ্রামীণ উন্নয়নবিষয়ক ইইউ কমিশনার জানুস্জ উজসিচোস্কি, বিশ্ববাণিজ্য সংস্থার উপমহাপরিচালক জ্যাঁ মেরি পগাম বিভিন্ন দেশের কৃষিমন্ত্রীরা বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন