চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৩১.৯৭ শতাংশ, মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন হাজার ১৬৭ জন কভিড-১৯- আক্রান্ত শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় কভিড শনাক্তের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ। সময়ে মারা গেছে আরো চারজন কভিড আক্রান্ত রোগী।

গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্য জানা যায়।

চট্টগ্রামে এখন পর্যন্ত লাখ ১৭ হাজার ২০০ জন কভিডে আক্রান্ত হয়েছে, যার মধ্যে নগরীর ৮৫ হাজার ৫২৪ উপজেলার ৩১ হাজার ৬৭৯ জন। কভিডে আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট হাজার ৩৫৪ জন মৃত্যুবরণ করেছে। ২০২০ সালের এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৪টি ল্যাবে হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করে হাজার ১৬৭ জনের কভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৮৭ জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। নিয়ে চট্টগ্রাম জেলায় টানা ছয়দিন হাজারের বেশি মানুষ কভিডে আক্রান্ত হয়েছে। পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে। যে কারণে সবাইকে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করার অনুরোধ জানান কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন