টিএমটিই প্রকল্প

দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ পেলেন ২২০ জন প্রাইমারি শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

ব্রিটিশ কাউন্সিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ট্রেনিং অব মাস্টার্স ট্রেইনার্স ইন ইংলিশ (টিএমটিই) প্রকল্পের অধীনে প্রাথমিক শিক্ষকদের দ্বিতীয় দলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান বৃহস্পতিবার ঢাকা, গাজীপুর, শেরপুর, যশোর, বরিশাল গোপালগঞ্জের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে অনুষ্ঠিত হয়। প্রকল্পের দ্বিতীয় ধাপে ২২০ জন প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ পেয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এছাড়া ভার্চুয়াল গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপিফোর) দিলীপ কুমার বণিক এফসিএমএ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) সোহেল আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) . উত্তম কুমার দাস বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি শিক্ষা পরিচালক ডেভিড মেনার্ড।

বিভিন্ন দলে ভাগ করে দুই হাজারেরও বেশি প্রাথমিক শিক্ষককে ইংরেজি ভাষাবিষয়ক দক্ষতা শিক্ষা প্রদানের বিষয়ে উন্নতি করার লক্ষ্যে বিস্তৃত পরিসরের প্রকল্প হলো টিএমটিই। দ্বিতীয় ধাপে ব্রিটিশ কাউন্সিল ছয় জেলায় ২২০ জন প্রাইমারি শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করেছে, যারা নিজস্ব এলাকার স্কুলগুলোতে উন্নত গুণগতমানের ইংরেজি শিক্ষা দিতে পারবে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা হলেন দ্বিতীয় গ্রুপের শিক্ষক, যারা ১৪ সপ্তাহের পেশাদার দক্ষতা অর্জনের পথচলা শুরু করেন গত বছরের ২৪ অক্টোবর। গত কয়েক মাসের কঠোর পরিশ্রম নিবেদনের স্বীকৃতিস্বরূপ আজ তারা সনদ পেলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন