এসিআই সিডের বীজআলু উৎপাদন ও মাঠ পরিদর্শন

সম্প্রতি এসিআই সিডের বীজআলু উৎপাদন মাঠ পরিদর্শন করেন এসিআই সীডের বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্র নাথ, বিজনেস ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার (সেলস) একেএম শাহীনূর রহমানসহ প্রডাকশন টিমের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এসিআই সিড নেদারল্যান্ডস থেকে আমদানি করে দেশের বিভিন্ন অঞ্চলে বিগত তিন বছর অভিযোজন পরীক্ষার মাধ্যমে সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে এসিআই আলু- (কার্টিজেনা) এবং এসিআই-১০ (ভ্যালেনসিয়া) জাত হিসেবে ২০২০ সালে নিবন্ধনের মাধ্যমে চাষাবাদের জন্য অনুমোদিত হয়।

নতুন জাত দুটি এরই মধ্যে জয়পুরহাট, রাজশাহী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর বগুড়া জেলার বিভিন্ন অঞ্চলের ডিলার, রিটেইলার কৃষকদের মাঝে আলোড়ন তুলেছে। ভ্যালেনসিয়া দেশে প্রচলিত সাদা স্কিন জাতের আলুর চেয়ে প্রায় ৩৮ ভাগ বেশি ফলনশীল, স্ক্যাব রোগ প্রতিরোধী, প্রক্রিয়াজাত শিল্পে ব্যবহার উপযোগী (ড্রাইমেটার-২১ শতাংশ), জাতটির ৭০ শতাংশ আলুর ওজন ৮০ গ্রামের ওপর, যা আলু রফতানিকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অপরদিকে কার্টিজেনা দেশে প্রচলিত লাল স্কিন জাতের আলুর চেয়ে প্রায় ৪০ ভাগের বেশি ফলন দিয়ে থাকে, স্ক্যাব রোগ প্রতিরোধ, ভর্তার আলু হিসেবে বিশেষভাবে ব্যবহার উপযোগী, জাতটির প্রসেসিং লস মাত্র - দশমিক শতাংশ। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন