বলিউডে আশার আলো

ফিচার ডেস্ক

নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রোধ করতে দিল্লিতে সিনেমা হল মাল্টিপ্লেক্স বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে ভালো খবর হচ্ছে, কমতে শুরু করেছে দেশটির সংক্রমণের মাত্রা। তাই বৃহস্পতিবার থেকেই দিল্লিতে ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিয়েছে সরকার।

সরকারের নতুন সিদ্ধান্তে যেন আশার আলো দেখছে বলিউড। জানুয়ারিতে সিনেমা হলগুলো বন্ধ থাকার কারণে অনেক সিনেমার মুক্তি পিছিয়ে যায়। হল মালিকরাও সময়ে লোকসানের সম্মুখীন হন। শুধু দিল্লি নয়, করোনা বাড়তে থাকায় ভারতের কয়েকটি রাজ্যেই সিনেমা হল বন্ধ করে দেয় সরকার। পশ্চিমবঙ্গসহ বেশকিছু রাজ্যে দর্শক সংখ্যা কমিয়ে আনা হয়। অনেক পরিচালক লোকসানের কথা মাথায় রেখে আসন্ন সিনেমাগুলোর মুক্তি পিছিয়ে দেন। জার্সি, আরআরআর, পৃথ্বীরাজ, রাধেশ্যাম-এর মতো অনেকগুলো বড় বাজেটের সিনেমার মুক্তি পিছিয়ে দেয়া হয়। আশাহত হন দর্শক। তবে অনেকেই মনে করছেন, নতুন সিদ্ধান্তে আগামী মাস থেকেই চাঙ্গা হয়ে উঠবে বলিউড। দর্শকও যেন সে প্রহর গুনছেন। দেশটির বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহগুলো খুলে দিলেও বেশ ভালোই লাভ করবে বলিউড দিল্লির হল মালিকরা। অনেক দর্শকই মনে করছেন, যে সিনেমাগুলোর মুক্তি পিছিয়ে দেয়া হয়েছিল, সেগুলো এবার একের পর এক মুক্তি পাবে।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন