কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এনএফটি ফিচার আনছে ইউটিউব

বণিক বার্তা ডেস্ক

কনটেন্ট ক্রিয়েটরদের সামনে নন-ফাঞ্জিবল টোকেন বা এনএফটির সুবিধা উন্মোচন করতে যাচ্ছে ইউটিউব। সম্প্রতি এক ব্লগ পোস্টে তথ্য নিশ্চিত করেছেন ইউটিউব সিইও সুসান ওজসিচকি। খবর এনগ্যাজেট রয়টার্স।

চলতি বছরে অগ্রাধিকারের তালিকায় কোন বিষয়গুলো সামনে থাকবে, সে বিষয়ে ইউটিউরেব সিইও সুসান ওজসিচকি জানান, আগামী দিনের প্রযুক্তিগুলোর সুবিধা নিতে কনটেন্ট ক্রিয়েটরদের সহায়তা দিতে ইউটিউব ইকোসিস্টেম সম্প্রসারণ করতে যাচ্ছি। ইউটিউবের কনটেন্ট ক্রিয়েটর ভক্তরা যেন এনএফটি ক্রয়-বিক্রয় করতে পারেন সেদিকে এগোচ্ছে। 

মার্কেট ট্র্যাকার ড্যাপরাডারের উপাত্তে দেখা গেছে, ২০২১ সালে এনএফটি বিক্রি আড়াই হাজার কোটি ডলার ছাড়িয়েছে। অ্যালফাবেটের এক মুখপাত্র অবশ্য এনএফটি ফিচার নিয়ে বিস্তারিত শেয়ারে অস্বীকৃতি জানিয়েছেন।

এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, যদি ইউটিউবের কনটেন্ট ক্রিয়েটররা ভক্তদের কাছে সরাসরি এনএফটি বিক্রি করেন তাহলে উদীয়মান প্রযুক্তি আরো গ্রহণযোগ্যতা পাবে। গত বছর এনএফটি বেশ জনপ্রিয়তা পেলেও সোস্যাল প্লাটফর্মকে গ্রহণ করতে দেখা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে এনএফটির দিকে মনোযোগ দিয়েছে টুইটার টিকটকের মতো প্লাটফর্ম।

গত সপ্তাহে টুইটার এক ঘোষণায় জানায়, ব্যবহারকারীরা তাদের প্রোফাইল পিকচার এনএফটি হিসেবে বিক্রি করতে পারবেন। গত মাসে দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুক ইনস্টাগ্রামে এনএফটি তৈরি বিক্রির সুযোগ দেবে মেটা প্লাটফর্মস। গত মাসে ইনস্টাগ্রামের সিইও এডাম মসেরিও এটা নিশ্চিত করেছেন যে তারা এনএফটির সম্ভাবনা খুঁজে দেখছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন