অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক

মাইক্রোসফটের মুনাফা বেড়েছে ২১%

বণিক বার্তা ডেস্ক

গত ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে মাইক্রোসফটের বিক্রি ২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে হাজার ১৭০ কোটি ডলার। এতে সফটওয়্যার জায়ান্টটির মুনাফা ২১ শতাংশ বেড়ে হাজার ৮৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে। মাইক্রোসফট অফিস ক্লাউড সেবার ওপর দাঁড়িয়ে বড় অংকের মুনাফা করল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। খবর নিউইয়র্ক টাইমস।

বিনিয়োগকারীদের সঙ্গে এক কনফারেন্স কলে চলতি প্রান্তিক নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা বলেন, বিশ্বের সব খাত যখন মহামারী থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন আমাদের সেবার চাহিদা বাড়ছে।

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে মাইক্রোসফটের ক্লাউড সেবা বিক্রি ৩২ শতাংশ বেড়ে হাজার ২১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। অফিস ৩৬৫-এর মূল্যবৃদ্ধিতে তাদের আয় বেড়েছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) পর দ্বিতীয় সর্বোচ্চ ক্লাউড সেবা সরবরাহ করছে মাইক্রোসফটের অ্যাজার। বেশ কয়েকটি বড় চুক্তির মাধ্যমে অ্যাজার সম্প্রসারিত হয়েছে ৪৬ শতাংশ। মাইক্রোসফট অফিসের সাবস্ক্রাইবার সংখ্যা ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে কোটি ৬৪ লাখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন