ইন্দোনেশিয়ায় স্থানীয় বাজারে পাম অয়েল বিক্রির নীতিমালা জারি

বণিক বার্তা ডেস্ক

এবার অভ্যন্তরীণ বাজারে পাম অয়েল বিক্রির বাধ্যবাধকতা জারি করল ইন্দোনেশিয়ার সরকার। সম্প্রতি দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এমন নির্দেশনা জারি করে। এতে উৎপাদিত পাম অয়েলের একটি নির্দিষ্ট অংশ অভ্যন্তরীণ বাজারে বিক্রয় করতে হবে। এক্ষেত্রে প্রতি কেজি অপরিশোধিত পাম অয়েলের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ হাজার ৩০০ রুপিয়াহ (৬৫ সেন্ট) এবং প্রতি কেজি ওলিনের দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৩০০ রুপিয়াহ (৭১ সেন্ট) খবর রয়টার্স।

ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী মোহাম্মাদ লুিফ বলেন, ডোমেস্টিক মার্কেট অবলিগেশন (ডিএমও) অনুযায়ী রান্নায় ব্যবহূত সব ধরনের তেল রফতানিকারকরা তাদের রফতানি পরিকল্পনার ২০ শতাংশ পণ্য স্থানীয় বাজারে বিক্রয় করতে বাধ্য থাকবেন।

এদিকে মালয়েশিয়ান পাম অয়েলের ভবিষ্যৎ বাজার আদর্শ এফসিপিওসি৩-এর দাম চলতি সপ্তাহে যেকোনো সময়ের সর্বোচ্চ পরিমাণ স্পর্শ করেছে। রফতানি নিয়ন্ত্রণে বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদনকারী রফতানিকারক দেশ ইন্দোনেশিয়ার ডিএমও নীতিমালা মূল্যবৃদ্ধিতে প্রভাবক হিসেবে ভূমিকা রেখেছে।

ইন্দোনেশিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্দ্রাসুরি বিষ্ণু বর্ধন বলেন, আমরা নিশ্চিত করতে চাই, অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচামাল পর্যাপ্ত পরিমাণে রয়েছে। দ্রব্যমূল্যের উচ্চদামের মধ্যে উৎপাদকরা সাধারণত রফতানি পছন্দ করেন। ফলে স্থানীয় বাজারে সংকট দেখা দেয়ার আশঙ্কা থাকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন