উড়ন্ত ট্যাক্সি নির্মাতা উইস্কে বিনিয়োগ করছে বোয়িং

বণিক বার্তা ডেস্ক

ভবিষ্যতের পাইলটবিহীন উড়ন্ত ট্যাক্সি উন্নয়নে সহায়তা করছে বোয়িং। এরই অংশ হিসেবে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি উইস্ক অ্যারোতে আরো ৪৫ কোটি ডলার বিনিয়োগ করছে। খবর রয়টার্স।

ক্যালিফোর্নিয়াভিত্তিক উইস্ক বোয়িং কিটি হকের মালিকানাধীন। এয়ার ট্যাক্সি ফার্মটি চালু করেছিলেন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ। সংস্থাটি অন্য প্রতিষ্ঠানগুলোর মতো উল্লম্বভাবে টেকঅফ ল্যান্ডিং করতে সক্ষম বৈদ্যুতিক ট্যাক্সি তৈরি করে। তবে সংস্থাটির বিশেষত্ব হলো চালকবিহীন ট্যাক্সি তৈরির প্রচেষ্টা।

বোয়িংয়ের চিফ স্ট্র্যাটেজি অফিসার মার্ক অ্যালেন বলেন, আমরা উইস্কের বড় কৌশলগত সুবিধার বিষয়টি বিবেচনা করছি। পাশাপাশি আমাদের লক্ষ্যের মধ্যে রয়েছে স্বচালিত উড়োজাহাজ তৈরিতে নকশা উন্নয়নের প্রতিটি স্তরে সেই নীতিগুলো তৈরি করা।

বেশির ভাগ প্রতিযোগী সংস্থা ২০২৪ সালের মধ্যে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে। তবে ষষ্ঠ প্রজন্মের উইস্ক যাত্রীবাহী যানের জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি বোয়িং। একটি সূত্র জানিয়েছে, ২০২৮ সালের দিকে এটি চালু হবে। বোয়িং জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্রে প্রথম চালকবিহীন যাত্রীবাহী এয়ার ট্যাক্সি হবে।

একটি বিবৃতিতে উইস্ক বলেছে, বোয়িং থেকে ৪৫ কোটি ডলার বিনিয়োগ ধরনের সংস্থাগুলোর মধ্যে আমাদের অনেক এগিয়ে দেবে। এটিকে সবচেয়ে ভালো অর্থায়ন হিসেবেও অভিহিত করেছে সংস্থাটি।

যদিও সংস্থাটিতে বোয়িংয়ের মালিকানার অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত জানা যায়নি। তবে সিলিকন ভ্যালির অর্থায়ন পাওয়া এটিই একক কোনো সংস্থা নয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন