বঙ্গ সম্মেলনের শুভেচ্ছা দূত শাকিব খান

ফিচার প্রতিবেদক

শাকিব খান

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বঙ্গ সম্মেলনের শুভেচ্ছা দূত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। সেখান থেকেই একের পর এক সুখবর দিয়ে যাচ্ছেন। এবার দিলেন বহির্বিশ্বে বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় উৎসবের শুভেচ্ছা দূত হওয়ার খবর।

আগামী - জুলাই যুক্তরাষ্ট্রের আলো ঝলমলে জৌলুস নগরী লাস ভেগাসে অনুষ্ঠিত হবে উৎসবটি। এটি নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স (এনএবিসি) নামেও পরিচিত।

ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বা বঙ্গ সংস্কৃতি সংঘ। সংগঠনটির অধীনে ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বহির্বিশ্বের সবচেয়ে বড় বাংলা ভাষাভাষী সম্মেলন।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত বুধবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটান মাছের ঝোল নামের একটি রেস্টুরেন্টে শাকিব খানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। তখন আয়োজক সংগঠন সিএবির পক্ষে স্বাক্ষর করেন বঙ্গ সম্মেলন ২০২২-এর আহ্বায়ক মিলন আওন। অনুষ্ঠানে সম্মেলনের বাংলাদেশ আউট রিচের পক্ষে উপস্থিত ছিলেন হাসানুজ্জামান সাকী।

সময় আরো উপস্থিত ছিলেন এনএবিসির কো-কনভেনর অশোক রক্ষিত, সিএবির অন্যতম সংগঠক অভিক দাশগুপ্ত, ব্যবসায়ী আদৃশ চক্রবর্তী, বাংলাদেশের ব্যবসায়ী প্রডিউসার শাহীন কবির অলিভ আহমেদ।

শাকিব খান বলেন, এর আগে কয়েকবার বঙ্গ সম্মেলনে আসার কথা থাকলেও সময়-সুযোগ না হওয়ায় আসা হয়নি। এবার লাস ভেগাসের বঙ্গ সম্মেলনে আমাকে বাংলাদেশ আউট রিচ ব্র্যান্ড অ্যাম্বাসেডর করায় আমি আনন্দিত। আমি আশা করি, জুলাইয়ে আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীরা বঙ্গ সম্মেলনে অংশ নেবেন।

মিলন আওন বলেন, প্রতি বছর বঙ্গ সম্মেলনে -১০ হাজার মানুষের ভিড় হয়। এবার বলিউড, ঢালিউড টালিউডের এক ঝাঁক তারকা উপস্থিত থাকবেন। বাংলা সংগীতের সবকটি শাখা নিয়ে আলাদা জমকালো আয়োজন থাকবে। সাহিত্য আসর, ফ্যাশন শো, নাটক, রিয়েলিটি শোসহ অনুষ্ঠিত হবে চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ ভারতের প্রায় ১০০ শিল্পীকে এবারের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রে কিং খানখ্যাত অভিনেতা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন