পাসের জন্য ইসি গঠন বিল সংসদে উঠেছে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন (ইসি) গঠন আইনের জন্য জাতীয় সংসদের অধিবেশনে বিল পাসের প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃস্পতিবার সংসদ অধিবেশনে বিলটি বিবেচনা করতে স্পিকারের প্রতি অনুরোধ জানান মন্ত্রী। পরে স্পিকার শিরীন শিারমিন চৌধুরী তার অনুমোদন দেন।

এসময় জাতীয় পার্টি, বিএনপি, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি ও জাসদের সংসদ সদস্যরা বিলের ওপর বিভিন্ন প্রস্তাব দেন। এরপর নিয়ম অনুযায়ী এ বিলের ওপর দেয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবের নিষ্পত্তি শুরু করেন স্পিকার। প্রস্তাবগুলো পাসের সময় জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা ইসি গঠনের সার্চ কমিটিতে সংসদের প্রতিনিধি থাকার কথা যুক্ত করতে বলেন। খসড়া আইনটি তড়িঘড়ি করে আনা হয়েছে বলেও অভিযোগ করেন দলদুটির সংসদ সদস্যরা।

তবে এ অভিযোগ অস্বীকার করেন আইনমন্ত্রী।

বিলটি পাস হলে রাষ্ট্রপতি এতে স্বাক্ষর করবেন। তারপর গেজেট আকারে প্রকাশ হলে এটি হবে বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের সুনির্দিষ্ট আইন।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন