বুয়েট ছাত্র আবরার হত্যা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৭ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৭ আসামির করা জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মো. রেজাউল হক বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিলগুলো গ্রহণ করেন। সময় আদালত বলেছেন, পেপারবুক তৈরি হয়ে আসার পর ডেথ রেফারেন্স সব আপিল একসঙ্গে শুনানি হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম মাসুদ রুমি সাংবাদিকদের বলেন, আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জেল আপিল গ্রহণ করেছেন এবং ডেথ রেফারেন্সের সঙ্গে জেল আপিলের শুনানি হবে বলে নির্দেশ দিয়েছেন। জানুয়ারি মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছে।

গত বছরের ডিসেম্বর আবরার হত্যা মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল--এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন মেহেদী হাসান রাসেল, মো. অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশাররফ সকাল, মো. মনিরুজ্জামান মনির, মো. মেফতাহুল ইসলাম জিয়ন, মো. মাজেদুর রহমান মাজেদ, মো. মুজাহিদুর রহমান, খন্দকার তাবাককারুল ইসলাম তানভীর, হোসাইন মোহাম্মদ তোহা, মো. শামীম বিল্লাহ, এএসএম নাজমুস সাদাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম, মুনতাসির আল জেমি, মো. শামসুল আরেফিন রাফাত, মো. মিজানুর রহমান, এসএম মাহমুদ সেতু, মোর্শেদ-উজ-জামান মণ্ডল জিসান, এহতেশামুল রাব্বি তানিম মুজতবা রাফিদ। তাদের মধ্য মোর্শেদ-উজ-জামান মণ্ডল জিসান, এহতেশামুল রাব্বি তানিম মুজতবা রাফিদ পলাতক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন