চেয়েও পাওয়া যাচ্ছে না বেগমপাড়ার বাড়ির মালিকদের তালিকা —দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

বারবার চেয়েও কারো কাছ থেকে কানাডার বেগমপাড়ায় বাড়ির মালিকদের তালিকা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, তালিকা আছে, কিন্তু বারবার চাওয়ার পর তো পাচ্ছি না। আমরা কীভাবে এগোবো। যেগুলো পেয়েছি, সেগুলোর ওপর কাজ করছি। বেগমপাড়ার কোনো তালিকা আমাদের কেউ দেয়নি। তিনি আরো বলেন, মানিলন্ডারিংয়ের তথ্য কোনো দেশ দিতে চায় না। কারণ টাকা সে দেশে যাচ্ছে আর টাকাগুলো রাখার জন্যই তারা তথ্য দিচ্ছে না। বলছে, মামলা হলে তথ্য দেবে। কিন্তু মামলা করার জন্যই তথ্য দরকার। কোনো দেশই দিচ্ছে না। প্রতিকূলতা নিয়ে আমরা কাজ করছি। বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

দুর্নীতির ধারণা সূচক নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ব্যাপারে আমাদের কোনো রি-অ্যাকশন নেই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন