আইসিবি এএমসিএল পেনশন হোল্ডারস ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

বেমেয়াদি মিউচুয়াল ফান্ড আইসিবি এএমসিএল পেনশন হোল্ডারস ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত চাকরি থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য নির্ধারিত বিনিয়োগের ফান্ডের ট্রাস্টি কমিটির সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় আলোচ্য ফান্ডের ২০২১-২২ অর্থবছরের প্রথম অর্ধবার্ষিক সময়ের অনিরীক্ষিত প্রতিবেদন অনুমোদন করা হয়। এছাড়া সভায় আলোচ্য সময়ের জন্য ইউনিটপ্রতি ১০ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ফান্ডটির নিট মুনাফা হয়েছে কোটি ৬৩ লাখ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের ইউনিটপ্রতি আয় হয়েছে ২৪ টাকা পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ফান্ডের নিবন্ধন বইয়ে লিপিবদ্ধ ইউনিট হোল্ডাররা আলোচ্য লভ্যাংশ প্রাপ্য হবেন।

এর আগে ২০২০-২১ অর্থবছরের প্রথমার্ধের হিসাবের ওপর ইউনিটপ্রতি টাকা ৫০ পয়সা চূড়ান্ত হিসাবের ওপর টাকা ৫০ পয়সা লভ্যাংশ দেয়া হয়। সব মিলিয়ে সে সময় মোট ১২ টাকা লভ্যাংশ দেয়া হয়েছিল। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন