আইপিও তহবিল

অর্থব্যয় পরিকল্পনায় পরিবর্তন আনছে মীর আকতার

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ বা আইপিও তহবিল ব্যবহারের পরিকল্পনায় পরিবর্তন আনছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আকতার হোসেন লিমিটেড। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) বলছে, আইপিও তহবিল ব্যবহার পরিকল্পনায় আনার আগে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের অনুমোদন নেবে। এজন্য আগামী ১০ মার্চ ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। -সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৬ ফেব্রুয়ারি।

এদিকে গতকালের পর্ষদ সভায় চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে কোম্পানিটির পর্ষদ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) মীর আকতারের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে টাকা ৫৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল টাকা ৭৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সমন্বিত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৩০ পয়সায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন