বগুড়ায় বাসচাপায় পাঁচ অটোরিকশাযাত্রী নিহত

বণিক বার্তা ডেস্ক

বগুড়ার শেরপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ, ময়মনসিংহ বরিশালের গৌরনদীতে আরো তিনজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর

বগুড়া: জেলার শেরপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। ঘটনায় আরো ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বিকাল ৫টার দিকে শেরপুরের মির্জাপুর আমবাগান নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনায় হতাহতদের তাত্ক্ষণিক নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

বগুড়া শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন জানান, ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের একটি বাস ঢাকা মহাসড়কের মির্জাপুর আমবাগান নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হন। সেই সঙ্গে বাস সিএনজির আরো ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের তাত্ক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহতদের মধ্যে একজন নারী চারজন পুরুষ সদস্য রয়েছেন।

ঝিনাইদহ: সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর নামক স্থানে ট্রাকচাপায় মহিদুল ইসলাম (৫০) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। গতকাল দুপুরে গান্না-বাজারগোপালপুর সড়কের মাধবপুর পশু হাটের পাশে দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুল ইসলাম গান্না আলহাজ মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের শিক্ষক। তার বাড়ি পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।

ময়মনসিংহ: নগরীতে সড়ক পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা (৬০) নিহত হয়েছেন। গতকাল বেলা আড়াইটার দিকে নগরীর দিঘারকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল: জেলার গৌরনদীতে করোনার টিকা দিতে যাওয়ার সময় বাসচাপায় অন্তর মৃধা নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত অন্য দুই শিক্ষার্থী রেদওয়ান ফকির শান্তকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।

ঘটনাটি ঘটেছে গতকাল সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন