মেহেরপুরে ছয় ইটভাটা মালিককে ১৪ লাখ টাকা জরিমানা

বণিক বার্তা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরের গাংনীতে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ছয়টি ইটভাটা থেকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে। ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে জরিমানা আদায় করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা পারভীন। গতকাল দুপুরে গাংনী উপজেলার পোড়াপাড়া থেকে শুরু করে বামন্দী গিয়ে অভিযান শেষ হয়।

অভিযান সূত্রে জানা গেছে, আইন অমান্য করে ইটভাটায় কাঠ পোড়ানো পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান চালায়। অভিযানে পোড়াপাড়ার মোয়াজ্জেম ব্রিকস, আরএসবি, ফাইভ স্টার এবং বামন্দীর এমএসআরএফএল বিজিএল ব্রিকস থেকে আড়াই লাখ করে এবং বামন্দীর সিবিএল ব্রিকস থেকে লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে এবং কয়লার বদলে কাঠ পোড়ানোর অভিযোগে অভিযান চালানো হয়।

ইটভাটা মালিকদের উদ্দেশে তিনি বলেন, আইন লঙ্ঘন করে ইটভাটা চালানো হলে আইনের আরো কঠোর প্রয়োগ করা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন