বৈদ্যুতিক গাড়ির চার্জিং পরিষেবা বাড়াবে চীন

বণিক বার্তা ডেস্ক

সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয় হচ্ছে বিদ্যুচ্চালিত গাড়ি। জলবায়ু সুরক্ষায় জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি কিনতে নিরুৎসাহিত করায় ভোক্তারা গাড়িতে ঝুঁকছেন। অবস্থায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। ২০২৫ সালের মধ্যে দেশটিতে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দুই কোটি ইউনিট ছাড়িয়ে যাবে। চাহিদা পূরণে চার্জিং পরিষেবা বাড়ানো হবে। খবর সিজিটিএন।

ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনসহ (এনডিআরসি) সরকারি নয়টি প্রতিষ্ঠান প্রকাশিত নথির তথ্যানুযায়ী, বৈদ্যুতিক গাড়ির চার্জিং পরিষেবা বাড়ানোর অংশ হিসেবে দেশটির সরকার অত্যাধুনিক, দক্ষ, ভারসাম্যপূর্ণ অ্যাডভান্সড নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে দ্রুত কাজ করবে।

প্রকাশিত নথিতে আবাসিক এলাকায় চার্জিং পরিষেবা প্রদানে নির্মিতব্য অবকাঠামোর দ্রুত সম্প্রসারণ, শহর প্রত্যন্ত অঞ্চলে ব্যাটারি পরিবর্তন চার্জিং কার্যক্রমের উন্নয়ন, নতুন প্রযুক্তি বিকাশ প্রয়োগ এবং আরো এক্সপ্রেসওয়েকে চার্জিং পরিষেবায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। পাশাপাশি নতুন যেসব আবাসিক এলাকা রয়েছে, সেগুলোয় বিদ্যুচ্চালিত গাড়িতে চার্জ প্রদানে আলাদা স্থান বা রুম থাকার বাধ্যবাধকতা যুক্ত করা হচ্ছে।

নথিতে আরো বলা হয়, ২০২৫ সাল নাগাদ দেশের ৬০ শতাংশ বা তার চেয়ে কম এক্সপ্রেসওয়ে অঞ্চলে র‌্যাপিড চার্জিং স্টেশন থাকবে। পাশাপাশি ৮০ শতাংশের কাছাকাছি ন্যাশনাল ইকোলজিক্যাল সিভিলাইজেশন পাইলট অঞ্চল এবং বায়ুদূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ অঞ্চলেও পরিষেবা থাকবে। পরিষেবা বাড়ানোর পাশাপাশি চীন চার্জিং স্টেশনগুলোর রক্ষণাবেক্ষণ ইন্টারনেট পরিষেবাও শক্তিশালী করবে।

নির্দেশনায় প্রত্যন্ত অঞ্চলে চার্জিং কেন্দ্র স্থাপনের বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়েছে। রুরাল ভিজুয়ালাইজেশনের অংশ হিসেবে প্রত্যেক প্রদেশে চার্জিং স্টেশন স্থাপনের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলগুলোতে চার্জিং পাইল বসানোর আশা প্রকাশ করেছে চীন সরকার।

এনডিআরসির তথ্যানুযায়ী, চীন এখন পর্যন্ত লাখ ১০ হাজারের বেশি পাবলিক চার্জিং পাইল স্থাপন করেছে। তবে এগুলোর ৭০ শতাংশই গুয়াংডুং সাংহাইয়ের মতো প্রদেশে অবস্থিত, যেখানে এরই মধ্যে বেশি চার্জিং পাইল রয়েছে।

চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারারসের তথ্যানুযায়ী, ২০২১ সালে চীনে নবায়নযোগ্য জ্বালানির যানবাহন বিক্রির হার এর আগের বছরের তুলনায় ১৬০ শতাংশ বেড়ে ৩৫ লাখ ২০ হাজার ইউনিটে পৌঁছেছে। পাশাপাশি যানবাহনের বাজার হিস্যা পুরো গাড়ির বাজারের ১৩ দশমিক শতাংশে উন্নীত হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন