‘শতবৃক্ষের মা’ জ্যোতিকা জ্যোতি

ফিচার প্রতিবেদক

অভিনয়ের পাশাপাশি পরিবেশসচেতন জ্যোতিকা জ্যোতি। সম্পৃক্ত রাজনীতিতেও। বাংলাদেশ আওয়ামী লীগের বন পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য তিনি। এবার জানালেন পরিবেশবিষয়ক একটি আকাঙ্ক্ষার কথা। শতবৃক্ষের মা হতে চান। গতকাল জ্যোতির ভেরিফায়েড ফেসবুকে তার লাগানো গাছের সঙ্গে ছবি আপলোড করে ক্যাপশনে লেখেন, মুজিব শতবর্ষে আমার ইচ্ছা হলো শতগাছের মা হব। দেশজুড়েই প্রচুর গাছ লাগিয়েছি। বেঁঁচে থাকা ১০০ গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিই আপনাদের। যে গাছগুলো আমাদের বাড়িতে, আমার হাতে, আমার চোখের সামনে বেড়ে উঠেছে, ফুল-ফল ধরছে। অনেকবার ছাগল-গরুতে-মানুষে মুড়িয়ে গেলেও আবার পাতা গজিয়েছে। এখন দিব্যি আনন্দে হেলেদুলে বাড়ছে!

সবশেষে লেখেন, এরা আমাকে এত আনন্দ দেয় যে পৃথিবীর সব ছেড়েছুড়ে এদের সঙ্গেই আমি একটা জীবন কাটিয়ে দিতে পারি।

গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় জ্যোতি অভিনীত মুক্তিযুদ্ধের সিনেমা লাল মোরগের ঝুঁটি নুরুল আলম আতিক পরিচালিত সিনেমাটি সদ্যসমাপ্ত ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চন্দ্রাবতী কথার সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অডিয়েন্স অ্যাওয়ার্ড অর্জন করে। এছাড়া খনা অর্গানিক নাকে একটি প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন