কুমিল্লার দুইয়ে দুই, সিলেটের প্রথম জয়

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর। শাবিপ্রবি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে টানানো অসংখ্য প্ল্যাকার্ড-পোস্টার। তার সামনে ব্যালে নৃত্যকলার ছন্দে উড়ছে এক কুশলী। এ যেন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংকট থেকে মুক্তির প্রতীকী উড়াল ছবি: জয়িতা তৃষা

বিপিএলে তারকাখচিত মিনিস্টার গ্রুপ ঢাকাকে হারিয়ে চমক দেখাল সিলেট সানরাইজার্স। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ঢাকাকে উইকেটে হারিয়ে দেয় সিলেট। গতকাল রাতের ম্যাচে ফরচুন বরিশালকে ৬৩ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় ম্যাচ খেলা সিলেট কাল প্রথম জয়ের দেখা পায়, আর সমান ম্যাচে এটা কুমিল্লার দ্বিতীয় জয়।

দুপুরে টস জিতে ফিল্ডিং নেয় সিলেট। নাজমুল ইসলাম অপু (/১৮), সোহাগ গাজী (/১৭) তাসকিন আহমেদের (/২২) সাঁড়াশি আক্রমণের মুখে ১৮. ওভারে মাত্র ১০০ রানে অলআউট হয় ঢাকা। তিন ওভার উইকেট হাতে রেখেই লক্ষ্য টপকে যায় সিলেট।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কালই প্রথম খেলেছেন এবারের বিপিএলে। এক বছরেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন তিনি। তবে তারকা পেসারের ফেরাটা সুখকর হলো না। নিজে পুরনো ঝলক দেখিয়ে ২১ রানের বিনিময়ে দুই উইকেট তুলে নিলেও মাত্র ১০১ রানের ছোট টার্গেট দিয়ে সিলেটকে আটকানো যায়নি। এনামুল হক (৪৫ বলে ৪৫), কলিন ইনগ্রাম (১৯ বলে ২১*) মোহাম্মদ মিথুনের (১৫ বলে ১৭) ব্যাটে ভর করে সহজ জয় পায় সিলেট।

এর আগে ব্যাটিংয়ে নেমে ১৭ রানের মধ্যেই মোহাম্মদ শাহজাদ (), তামিম ইকবাল () জহুরুল ইসলামকে () হারায় ঢাকা। যদিও তামিম লেগ বিফোরের আউট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। মোসাদ্দেক হোসেনের অফ স্পিনে সামনের পায়ে খেলতে গিয়ে লেগ বিফোর হন তিনি। নাজমুল ইসলামের বাঁহাতি স্পিনে রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোর হন মোহাম্মদ নাঈম। কিন্তু রিপ্লেতে দেখা গেছে বল গ্লাভস ছুঁয়ে প্যাডে আঘাত করেছে। নাজমুলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন কারিবিয়ান হার্ড হিটার আন্দ্রে রাসেলও। বল রাসেলের প্যাডে লাগার আগে ব্যাট ছুঁয়ে যায়। তিন আউটের মধ্যে দুবারই আম্পায়ার ছিলেন শরফুদ্দৌলা ইবনে সৈকত।

মিনিস্টার গ্রুপ ঢাকা চার ম্যাচ খেলে তিনটিতেই হারের স্বাদ পেয়েছে।

কাল পরের ম্যাচে নাহিদুল ইসলামের ঘূর্ণি বলে বরিশালকে বড় ব্যবধানে হারায় কুমিল্লা। আগে ব্যাটিং করে উইকেটে ১৫৮ রান তোলে ইমরুল কায়েসের দল। মাহমুদুল হাসান জয় ৪৮, করিম জানাত ২৯ ক্যামেরন ডেলপোর্ট ১৯ রান করে দলকে দেড়শোর্ধ্ব সংগ্রহ এনে দেন। বরিশালের ডোয়াইন ব্রাভো ৩০ রানে তিনটি অধিনায়ক সাকিব আল হাসান ২৫ রানে দুটি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে রানের মধ্যেই সৈকত আলী সাকিবকে হারায় বরিশাল। ক্ষত আর কাটিয়ে উঠতে পারেনি বরিশাল। ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল () আর ব্রাভোও () ব্যাটে রান পাননি। নাজমুল হোসেন শান্তর ৩৬ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। অফ স্পিনার নাহিদুল ওভারে মাত্র রান দিয়ে তুলে নেন বরিশালের তিনটি উইকেট। এছাড়া শহিদুল ইসলাম, তানভির ইসলাম করিম জানাত দুটি করে উইকেট নেন। দুই ম্যাচ খেলে দুটিতেই জিতল কুমিল্লা, দুটিতেই ম্যাচসেরা হলেন নাহিদুল।

ঢাকায় প্রথম পর্ব শেষে এবার বিপিএল যাবে চট্টগ্রামে। আগামী শুক্র, শনি, সোম মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন