সোশ্যাল ইসলামী ব্যাংক

যশোরে ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বণিক বার্তা প্রতিনিধি, যশোর

প্রতারণার মাধ্যমে ৪০টি চেক নেয়ার অভিযোগে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) যশোর শাখার ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার যশোর সদরের কৃষ্ণবাটি গ্রামের আলী মোল্যার ছেলে মেসার্স নিউ মোল্যা এন্টারপ্রাইজের মালিক মঞ্জুর হোসেন লাবু বাদী হয়ে মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগ গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী রবিউল ইসলাম।

আসামিরা হলেন এসআইবিএল যশোর শাখার ব্যবস্থাপক (এভিপি) আবু বক্কার সিদ্দিক, এফভিপি এসএমএ সোহান এফভিপি সফিউদ্দিন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৩ সালের ২১ মার্চ মঞ্জুর হোসেন লাবু ব্যবসায়িক প্রয়োজনে এসআইবিএল যশোর শাখা থেকে ৯০ লাখ টাকা ঋণ  নেন। সময় তিনি ব্যাংক কর্তৃপক্ষকে স্বাক্ষরিত দুটি চেক দেন। পরে তিনি ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হলে চেক ডিজঅনারের মামলা করে ব্যাংক। মামলার রায়ে আদালত তাকে এক বছর করে দুই বছর কারাদণ্ড দেন। লাবু কারাগারে আটক থাকাকালে আসামিরা তার সঙ্গে দেখা করে ৪০টি চেকে স্বাক্ষর করে নেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন