সিরাজগঞ্জে ১১ দিন পর সচল হলো আদালতের কার্যক্রম

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

টানা ১১ দিন পর সিরাজগঞ্জে আইনজীবী আদালত কর্মচারীদের মধ্যে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে। সোমবার বিকালে বিচারক আইনজীবীদের মধ্যে আয়োজিত সমঝোতা বৈঠকে ফলপ্রসূ আলোচনা হওয়ায় আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়। এতে আদালতের কার্যক্রমে ১১ দিনের অচলাবস্থার অবসান হয়। গতকাল আগের নিয়মে আদালত আইনজীবীদের কার্যক্রম চালু হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুর রউফ পান্না বলেন, আইনজীবী আদালত কর্মচারীদের মধ্যে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা জজের কক্ষে সোমবার বিকালে ঘণ্টাব্যাপী বিচারক, আইনজীবী কর্মচারীদের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ফলপ্রসূ আলোচনা হওয়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আইনজীবী আদালত কর্মচারীদের দায়ের করা পৃথক দুটি মামলা প্রত্যাহার করে নেয়া হবে এবং অভিযুক্ত স্টেনোগ্রাফার ইউসুফ আলীকে অন্যত্র বদলি করে দেয়া হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন