
টানা ১১ দিন পর সিরাজগঞ্জে আইনজীবী ও আদালত কর্মচারীদের মধ্যে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে। সোমবার বিকালে বিচারক ও আইনজীবীদের মধ্যে আয়োজিত সমঝোতা বৈঠকে ফলপ্রসূ আলোচনা হওয়ায় আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়। এতে আদালতের কার্যক্রমে ১১ দিনের অচলাবস্থার অবসান হয়। গতকাল আগের নিয়মে আদালত ও আইনজীবীদের কার্যক্রম চালু হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুর রউফ পান্না বলেন, আইনজীবী ও আদালত কর্মচারীদের মধ্যে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা জজের কক্ষে সোমবার বিকালে ঘণ্টাব্যাপী বিচারক, আইনজীবী ও কর্মচারীদের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ফলপ্রসূ আলোচনা হওয়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আইনজীবী ও আদালত কর্মচারীদের দায়ের করা পৃথক দুটি মামলা প্রত্যাহার করে নেয়া হবে এবং অভিযুক্ত স্টেনোগ্রাফার ইউসুফ আলীকে অন্যত্র বদলি করে দেয়া হবে।