যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে গম সরবরাহ করবে ভারত

বণিক বার্তা ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে। সংকট আরো বাড়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক সংস্থাগুলো। সংকট থেকে পরিত্রাণের জন্য এগিয়ে এসেছে ভারত। দেশটি আফগানিস্তানের গম সরবরাহের ঘোষণা দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ভারত এরই মধ্যে আফগানিস্তানে ৫০ হাজার টন গম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি দেশটিতে অন্যান্য মানবিক সহায়তাও প্রদান করা হবে। আগামী মাসের শুরুর দিকে পাকিস্তান সীমান্ত দিয়ে এসব গম আফগানিস্তানে পাঠানো হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তালিবানের ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানের অর্থনীতি বিপর্যয়ের মুখে রয়েছে। পরিস্থিতিতে মানবিক বিবেচনায় পাকিস্তান সীমান্ত দিয়ে দেশটিতে ভারতীয় গম পরিবহনের অনুমতি দেয়া হয়েছে। ভারত কখন আনুষ্ঠানিকভাবে গমের প্রথম চালান পাঠানোর ঘোষণা দেবে তার অপেক্ষায় মন্ত্রণালয়। এদিকে চলতি মাসের শুরুর দিকে ইরান ভারত থেকে আফগানিস্তানে গম অন্যান্য সহায়তা পাঠানোর প্রস্তাব দেয়।

জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) এক প্রাক্কলনে দেখা গেছে, আফগানিস্তানের অর্ধেকেরও বেশি নাগরিক ভয়াবহ খাদ্য সংকটের মুখে পড়তে যাচ্ছে। এক কোটি মানুষ এরই মধ্যে সমস্যায় ভুগছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন