৭০টি শহরে ফাইবার ইন্টারনেট সংযোগ এটিঅ্যান্ডটির

বণিক বার্তা ডেস্ক

সি-ব্যান্ড ফাইভজি নেটওয়ার্ক চালুর সিদ্ধান্ত গ্রহণের পর এবার ফাইবারভিত্তিক ইন্টারনেট পরিষেবায় পরিবর্তন আনছে এটিঅ্যান্ডটি।

প্রতি সেকেন্ডে গিগাবাইট গতির নতুন দুটি পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। খবর এনগ্যাজেট।

প্রতিষ্ঠানটি জানায়, ডালাস, লস অ্যাঞ্জেলেস, আটলান্টাসহ ৭০টির বেশি শহরে  নতুন মাল্টি গিগাবাইট গতির ফাইবার ইন্টারনেট সংযোগ ছড়িয়ে যাবে। বর্তমানে ৯০টি বাজারে কোটি ৫০ লাখ গ্রাহক এটিঅ্যান্ডটির ফাইবারভিত্তিক ইন্টারনেট ব্যবহার করেন। ২০২৫ সাল নাগাদ তিন কোটি গ্রাহকের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এটিঅ্যান্ডটির নতুন ইন্টারনেট পরিষেবা দুটির পরিকল্পনা সাধারণ পরিবারের জন্য খুবই বেশি। তবে কভিড-১৯ মহামারীর কারণে বাসা থেকে কাজ করা, শিক্ষা কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন কারণে পরিবারগুলো সীমিত ইন্টারনেট ব্যবহারে বাধ্য হচ্ছে। গিগাবাইটের ফাইবার ইন্টারনেট ব্যবহারে প্রতি মাসে ১১০ ডলার ব্যয় করতে হবে। ব্যবসায়িক সংযোগের ক্ষেত্রে তা ২২৫ ডলার। অন্যদিকে গিগাবাইটের সংযোগ ব্যবহারে ১৮০ ডলার ব্যয় করতে হবে। ব্যবসায়িক প্রয়োজনে তা ৩৯৫ ডলারের কাছাকাছি।

মাল্টি গিগাবাইটের পরিকল্পনার পাশাপাশি এটিঅ্যান্ডটি গ্রাহকদের জন্য তাদের বিদ্যমান ফাইবার ইন্টারনেট প্যাকেজের মূল্য আরো সুবিধাজনক করছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটি জানায়, এতে যারা নতুন লাইন নেবেন তাদের কোনো সংযোগ ফি বা বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি দিতে হবে না। ফলে গ্রাহকরা শুধু সার্ভিস কর দেবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন