টেক ট্রেন্ডস ২০২২ উন্মোচন করল গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক

দেশে বহুজাতিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিনর গ্রুপ পরিচালিত টেক ট্রেন্ডস ২০২২ উন্মোচন করেছে গ্রামীণফোন। সম্প্রতি জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

টেলিনর গ্রুপের সায়েন্টিফিক রিসার্চ ইউনিট টেলিনর রিসার্চ অনুষ্ঠানটিতে তাদের প্রযুক্তি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এবার প্রতিবেদনের সপ্তম সংস্করণ উন্মোচন করা হয়েছে। প্রতিবেদনে গ্রিন ট্রান্সফরমেশন বাস্তবায়নে প্রযুক্তি ডিজিটালাইজেশনের প্রভাবের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

জিপি হাউজে মূল বক্তব্য বিশেষজ্ঞদের অভিমত প্রদানের সেশনে চলতি বছরের জন্য পাঁচটি প্রত্যাশিত প্রযুক্তি পূর্বাভাস উন্মোচন করা হয়। সেশনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন টেলিনর রিসার্চের প্রধান বিওন তালে স্যান্ডবার্গ। প্রধান অতিথি হিসেবে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সময় গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান . কাজী খলীকুজ্জমান আহমদ উপস্থিত ছিলেন।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব এবং ডিজিটাল বাংলাদেশের স্থপতি আমাদের আইসিটি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াাজেদ জয়ের সঠিক দিকনির্দেশনায় আমরা রূপকল্প ২০২১-এর লক্ষ্যমাত্রাই কেবল অর্জন করিনি, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প নিয়ে কিছু ক্ষেত্রে লক্ষ্যমাত্রাও অতিক্রম করতে পেরেছি।

প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি অনুসারে আমরা সারা দেশে আইটি প্রশিক্ষণ কেন্দ্র, ল্যাব, ডিজিটাল লিডারশিপ একাডেমিসহ আরো অনেক ডিজিটাল অবকাঠামো সেবা চালু করেছি। এগুলোর মাধ্যমে দেশ জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে ধাবিত হবে। এছাড়া তরুণদের জন্য, বিশেষ করে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়র টেকনোলজি (সংক্ষেপে শিফট) নির্মাণ করছি।

বিটিআরসির মহাপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ বলেন, টেক ট্রেন্ডস থেকে প্রাপ্ত ফল নিয়ে কাজ করতে কিংবা এগুলোর বিকাশে কীভাবে একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে আমাদের কৌশল খুঁজে বের করতে হবে।

পিকেএসএফের চেয়ারম্যান . কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মতো দেশগুলো বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে। পরিবেশবান্ধব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন