কাছের বন্ধুদের সঙ্গে শেয়ারে ফ্লক ফিচার চালু টুইটারের

বণিক বার্তা ডেস্ক

কাছের বন্ধুদের সঙ্গে শেয়ারের জন্য একটি ফিচার চালু করেছে টুইটার। আলেসান্দ্রো পালুজ্জি নামে এক প্রকৌশলী টুইটারের ফিচারটির তথ্য সামনে এনেছেন। এর আগে গত বছরের জুলাইয়ে কাছের বন্ধুদের উদ্দেশ করে টুইট শেয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল মাইক্রোব্লগিং সাইটটি। সম্প্রতি কিছু ব্যববহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে ফ্লক ফিচার চালু হচ্ছে। খবর এনগ্যাজেট।

ফ্লক ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী তার কোনো পোস্ট তার তালিকায় থাকা ১৫০ জন বন্ধুর জন্য মনোনীত করতে পারবেন। তালিকায় থাকা ওই ব্যক্তিরা টুইটটি দেখতে পারবেন এবং মন্তব্য করতে পারবেন। টুইটার অবশ্য বলছে, গ্রুপে যুক্ত অ্যাকাউন্ট বাদ দেয়া কিংবা নতুন যোগ করানোর নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর। অবশ্য ফ্লক থেকে কোন অ্যাকাউন্টকে বাদ দেয়া হচ্ছে, তা বাদ দেয়া অ্যাকাউন্টকে জানানো হবে না। টুইটারের ফিচারটি অনেকটা ফেসবুক ইনস্টাগ্রামের ক্লোজ ফ্রেন্ডসের মতো।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন