জাপানের কারখানা কার্যক্রম ৪ বছরের সর্বোচ্চে

বণিক বার্তা ডেস্ক

জাপানের কারখানা কার্যক্রম গত চার বছরে মধ্যে দ্রুতগতিতে বেড়েছে। যদিও বৈশ্বিক চিপ ঘাটতি, কাঁচামালের ঊর্ধ্বমুখী দাম এবং পুনরায় কভিডের প্রাদুর্ভাব পূর্বাভাসে অনিশ্চয়তা তৈরি করেছে। খবর রয়টার্স।

এদিকে ওমিক্রন ধরনের সংক্রমণ বৃদ্ধি পরিষেবা শিল্পের ব্যবসাগুলোকে ক্ষতিগ্রস্ত করার কারণে চার মাসে প্রথমবারের মতো বেসরকারি খাতের কার্যক্রম সংকোচনের মধ্যে পড়ে। এইউ জিবুন ব্যাংক ফ্ল্যাশ জাপান ম্যানুফ্যাকচারিংয়ের তথ্য অনুযায়ী, চলতি মাসে পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) ৫৪ দশমিক পয়েছে দাঁড়িয়েছে। ডিসেম্বরে পিএমআই ছিল ৫৪ দশমিক ৩।

এদিকে নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ায় ক্ষতির মুখে পড়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির পরিষেবা খাত। চলতি মাসে এইউ জিবুন ব্যাংক ফ্ল্যাশ সার্ভিসেসের পিএমআই দাঁড়িয়েছে ৪৬ দশমিক পয়েন্টে। গত বছর ডিসেম্বরে পিএমআই ছিল ৫২ দশমিক ১।

বিষয়ে আইএইচএস মার্কিটের অর্থনীতিবিদ উসামাহ ভাট্টি বলেন, ওমিক্রনের সংক্রমণ বাড়ায় ভোক্তাদের আস্থায় ভাটা পড়েছে। এছাড়াও শ্রমবাজারে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। গত এক বছরের মধ্যে প্রথমবারের মতো কর্মসংস্থানের সংখ্যা নিম্নমুখী হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন