ওমিক্রনে আক্রান্তের মধ্যে ৮৫ শতাংশ টিকা নেননি: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ আবারো বাড়তে শুরু করেছে। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের মধ্যে ৮৫ শতাংশই করোনার টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশে সবাইকে টিকার আওতায় আনা সম্ভব হলে ওমিক্রনের ক্ষতি কমে যাবে। 

আজ মঙ্গলবার বিকালে ওমিক্রনের উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। "ওমিক্রন মোকাবেলায় প্রস্তুতি ও করণীয়" শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)। 

তিনি বলেন, দেশের ১৪ কোটি মানুষকে টিকা দেয়া সম্ভব হয়েছে। আরো ৩ কোটি মানুষকে টিকা দেয়ার জন্য আলোচনা হয়েছে। শিগগিরই সবাইকে টিকার আওতায় নিয়ে আসা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। এ সময় করোনা মোকাবেলায় মাস্ক পরাসহ সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আনোয়ার খান মেডিকেল কলেজের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান এমপি, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হাসান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. এনায়েত হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. আহমেদুল কবীর প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন