হিলিতে সড়ক সংস্কার দাবিতে সংবাদ সম্মেলন

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

চলাচলের অনুপযোগী হয়ে ওঠা দিনাজপুরের হিলি স্থলবন্দরের সড়কগুলো সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নাগরিক কমিটি। আগামী ১৫ দিনের মধ্যে এসব সড়ক সংস্কারে পদক্ষেপ না নিলে আমরণ অনশনসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা।

গতকাল হিলি হাকিমপুর নাগরিক কমিটির ব্যানারে হাকিমপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির আহ্বায়ক সামছুল হুদা খান এক লিখিত বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি। এখানকার রাস্তাঘাটের বেহাল অবস্থা। এতে করে এসব সড়ক ব্যবহারকারী সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া ফুটপাত দখলের কারণে প্রতিনিয়ত যানজট লেগেই থাকছে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

তাই জনগণের দুর্ভোগ লাঘবে হিলি স্থলবন্দরের গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কারকাজ সব ট্রেনের যাত্রাবিরতির জন্য সরকারের প্রতি জোর দাবি জানান নাগরিক কমিটির নেতারা।

সময় সেখানে হিলি হাকিমপুর নাগরিক কমিটির সদস্য সচিব সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী মধু, জাহিদুল ইসলাম, গোলাম মোস্তাফিজার রহমান, দপ্তর সম্পাদক খলিলুর রহমান বাবুল, প্রচার সম্পাদক এনামুল হক খানসহ বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম, ব্যবসায়ী শ্যামল কিশোর দাস, সাবেক কাউন্সিলর আব্দুল খালেকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন