মিডিয়াটেকের শক্তিশালী প্রসেসর ডাইমেনসিটি ৯০০০

বণিক বার্তা ডেস্ক

সম্প্রতি শক্তিশালী একটি স্মার্টফোন প্রসেসর উন্মোচন করেছে মিডিয়াটেক। ডাইমেনসিটি ৯০০০ নামে প্রসেসরটি পারফরম্যান্সের দিক থেকে কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন জেন ১কে ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশিষ্ট শিল্প সূত্র আইস ইউনিভার্সের টুইটার অ্যাকাউন্টে সম্প্রতি গিকবেঞ্চ -এর বেঞ্চমার্ক স্কোর প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন জেন প্রসেসরটি কেবল এক্সিনোস ২২০০ থেকে এগিয়ে রয়েছে। এদিকে কোয়ালকম স্যামসাংয়ের চিপ দুটি থেকে বেশ এগিয়ে রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ অ্যাপলের এ১৫।

মাল্টি-কোর সিঙ্গল-কোর টেস্টে স্ন্যাপড্রাগন জেন -এর স্কোর যথাক্রমে ৩৭৫২ ১২৩১। অন্যদিকে গিকবেঞ্চের টেস্টে ডাইমেনসিটি ৯০০০-এর স্কোর যথাক্রমে ৪৪১০ ১২৭৮। অ্যাপল মিডিয়াটেকের চিপসেট দুটির স্কোর প্রায় কাছাকাছি।

বেঞ্চমার্ক টেস্টে দেখা গিয়েছে, কোয়ালকমের সর্বশেষ প্রসেসরটির ওভারহিটিং সমস্যা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন