আইপ্যাড প্রোতে ৩ ন্যানোমিটারের এমটু চিপ থাকবে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের শরতেই পরবর্তী প্রজন্মের আইপ্যাড প্রো বাজারজাত করবে অ্যাপল। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রিমিয়াম ট্যাবটিতে নিজেদের সর্বাধুনিক এমটু চিপসেট ব্যবহার করবে প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজমোচায়না।

প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়, শরৎ শেষে বেশকিছু ডিভাইস বাজারজাতের বিষয়ে ভাবছে অ্যাপল। এগুলোর মধ্যে ১১ ১২ দশমিক ইঞ্চি ডিসপ্লের আইপ্যাড প্রো রয়েছে। নতুন মডেলের আইপ্যাড প্রোতে ম্যাগসেফ চার্জিং ফিচার না থাকার বিষয়েও জানানো হয়েছে। যেখানে আগে প্রকাশিত প্রতিবেদনে প্রযুক্তি যুক্ত করার কথা জানানো হয়েছিল। ১১ ইঞ্চি ডিসপ্লের ডিভাইসটিকে মিনি এলইডি ব্যাকলিট ডিসপ্লে থাকতে পারে বলে জানানো হয়েছে। ১২ দশমিক ইঞ্চির মডেলে এটি ব্যবহার করা হয়েছিল।

প্রযুক্তিবিদ সংশ্লিষ্টদের ধারণা, পরবর্তী প্রজন্মের আইপ্যাড প্রো ডিভাইসে অ্যাপল নিজস্ব উৎপাদিত এমটু চিপসেট ব্যবহার করতে পারে। কেননা বর্তমান প্রজন্মের ডিভাইসগুলোয় এমওয়ান চিপসেট ব্যবহার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন