ডিসেম্বরে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন কমেছে

বণিক বার্তা ডেস্ক

অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উত্তোলন অব্যাহতভাবে কমছে। একদিকে যেমন কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্য বাস্তবায়ন রয়েছে, অন্যদিকে রয়েছে জ্বালানি সংকটে সৃষ্ট বিদ্যুৎ ঘাটতির প্রতিবন্ধকতা। এসব কারণেই ধাতুটির উৎপাদন নিম্নমুখী। বৈশ্বিক উৎপাদন কমার পেছনে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করছে চীন।

এদিকে করোনা মহামারীর ধাক্কা সামলে বিশ্ব অর্থনীতিতে দ্রুত প্রসার ঘটছে। বাড়ছে অবকাঠামো শিল্প উৎপাদন। ফলে ধাতুটির চাহিদা পাল্লা দিয়ে বাড়ছে। এছাড়া পরিবেশবান্ধব জ্বালানি খাতেও ধাতুটির প্রয়োজনীয়তা ব্যাপক। কিন্তু চাহিদার বিপরীতে সরবরাহ না বাড়ায় পণ্যটির বাজারদর ঊর্ধ্বমুখী।

সম্প্রতি এক প্রতিবেদনে ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট (আইএআই) জানায়, বিদায়ী বছরের ডিসেম্বরে প্রাইমারি অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ২৫ শতাংশ কমেছে। সময় সব মিলিয়ে উৎপাদন হয় ৫৬ লাখ ২২ হাজার টন। চীন বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক ব্যবহারকারী দেশ। আইএআইয়ের তথ্যমতে, ডিসেম্বরে দেশটির প্রাক্কলিত উৎপাদন কমে ৩১ লাখ ৯২ হাজার টনে নেমেছে। ২০২০ সালের একই সময় উৎপাদনের পরিমাণ ছিল ৩৩ লাখ টন।

চীনের বাজারসংশ্লিষ্টরা জানান, বর্তমানে কয়লার দাম আকাশচুম্বী। ফলে বিগলন কেন্দ্রগুলো অ্যালুমিনিয়াম উৎপাদনে জ্বালানি হিসেবে ব্যবহূত পণ্যটির সরবরাহ নিশ্চিতে হিমশিম খাচ্ছে। তাছাড়া কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেও ধাতুটির উৎপাদন সীমিত হয়ে আসছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন