নতুন বছর

সাড়ে ৮ হাজার কোটি ডলার হারিয়েছেন টেক টাইকুনরা

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের প্রথম কয়েক সপ্তাহে প্রযুক্তি খাতের শীর্ষ ধনীরা হাজার ৫০৭ কোটি ডলারের নিট সম্পদ হারিয়েছেন। গত সপ্তাহে পুঁজিবাজারে উলম্ব পতনের কারণে ধনীদের সম্পদ কমেছে। খবর ইয়াহু ফাইন্যান্স।

পুঁজিবারের পতনের কারণে বিশ্বের শীর্ষ ধনী ইলোন মাস্কের সম্পদ ২৪ হাজার ৩০০ কোটি ডলারে নেমে গেছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ইলোন মাস্কের সম্পদের পরিমাণ চলতি বছরের জানুয়ারির চেয়ে হাজার ৭০০ কোটি ডলার এবং গত নভেম্বরের তুলনায় প্রায় ১০ হাজার কোটি ডলার কম। নভেম্বরেই বিশ্বের শীর্ষ ধনীর সম্পদ ৩৩ হাজার ৫০০ কোটি ডলারের চূড়া স্পর্শ করেছিল।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী অ্যামাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোস নতুন বছরের শুরু থেকে প্রায় হাজার ৫০০ কোটি ডলার হারিয়েছেন। পাশাপাশি জানুয়ারি থেকে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের নিট সম্পদ কমেছে ৯৫০ কোটি ডলার। এছাড়া গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের নিট সম্পদ কমেছে হাজার ২০০ কোটি ডলার। সম্পদ কমার তালিকায় আরো আছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গও। এখন পর্যন্ত তার নিট সম্পদ কমেছে প্রায় হাজার ২০০ কোটি ডলার।

পাঁচজন ধনকুবেরই তাদের প্রযুক্তিগত স্টকের পতন দেখেছেন। গত সপ্তাহে ক্রমবর্ধমান সুদের হার মূল্যস্ফীতিসহ একাধিক কারণে প্রযুক্তি কোম্পানিগুলোর স্টকে পতন দেখা দেয়। সময়ে বিশ্বের শীর্ষ পাঁচ ধনকুবেরের মধ্যে কেবল একজনের সম্পদ কমেনি। ফরাসি বিলাসবহুল পণ্য জায়ান্ট এলভিএমএইচের চেয়ারম্যান প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্টের সম্পদে কোনো পতন দেখা যায়নি। গত সপ্তাহে না কমলেও আগের সপ্তাহগুলোয় তার সম্পদ হাজার ৫০ কোটি ডলার কমেছে। নতুন বছরে এলভিএমএইচ শেয়ারের দাম শতাংশ কমেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন