রেকর্ড সংখ্যক সোলার প্যানেল স্থাপন করেছে চীন

বণিক বার্তা ডেস্ক

২০২১ সালে বাড়ির ছাদে রেকর্ড সংখ্যক সোলার প্যানেল স্থাপন করেছে চীন। চীনের জ্বালানি প্রশাসনের (এনইএ) তথ্য অনুযায়ী, বিদায়ী বছর মোট ৫১ গিগাওয়াট সৌরশক্তির অধিকাংশ এসেছে বাড়ির ছাদে স্থাপিত সোলার প্যানেল থেকে। খবর সিজিটিএন।

এনইএ বলেছে, বর্তমানে চীনের বাড়ির ছাদগুলোয় মোট ১০৮ গিগাওয়াট সৌরশক্তিসম্পন্ন সোলার প্যানেল রয়েছে। এর আগে গত বছর চীনের প্রধান শিল্প সংস্থার পূর্বাভাস বলেছিল, অতিরিক্ত সোলার প্যানেল সংযোজনের ফলে ৬৫ গিগাওয়াট সৌরশক্তি উৎপাদন হবে।

চলতি বছরের পূর্বাভাস অনুযায়ী, সৌরশক্তির পরিমাণ দাঁড়াবে ৭৫ গিগাওয়াট। ২০২৩ সালের শেষ নাগাদ সরকারি বাড়িগুলোর ৫০ শতাংশ উপযোগী স্থানে সোলার প্যানেল স্থাপনের কথা রয়েছে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ৪০ শতাংশ বিদ্যালয় হাসপাতালে, ৩০ শতাংশ বাণিজ্যিক এলাকায় এবং ২০ শতাংশ গ্রামাঞ্চলের ঘরবাড়িতে সোলার প্যানেল স্থাপন করা হবে।

পূর্ব চীনের শ্যানডং প্রদেশে সব থেকে বেশি বাড়ির ছাদে সৌরশক্তি উৎপাদনে আগ্রহ দেখা গেছে। গত দুই বছরে শ্যানডং অঞ্চলে বাড়ির ছাদে সোলার প্যানেল থেকে ১২ গিগাওয়াটেরও বেশি সৌরশক্তি সংযোজন করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন