নির্যাতিত নারীদের জন্যই তাশফির ‘আলো’

ফিচার ডেস্ক

সম্প্রতি প্রকাশিত নতুন প্রজন্মের সংগীতশিল্পী তাশফির একক গান আলো বেশ প্রশংসা পাচ্ছে। বাস্তবে জীবনে গানের মাধ্যমে অন্ধকার অধ্যায় থেকে বেরিয়ে আলো খুঁজে পেয়েছিলেন তিনি। নিজের সৃষ্টি মৌলিক গানের মাধ্যমে এবার পুরনো বেদনার কথাই যেন তুলে ধরেছেন শিল্পী।

তাশফি বলেন, একজন মানুষ যখন কারো দ্বারা নির্যাতন বা সহিংসতার স্বীকার হন, অবদমিত হন, তখন তিনিই জানেন, তার কেমন লাগে। সে অন্ধকার থেকে অনেকেই তখন আলো খুঁজে পান না। গান সেসব মানুষের শক্তি সাহস জোগাবে। তাই এর নাম আলো। আমি সারা জীবন যত গানই করি, এটি আমার কাছে বিশেষ একটি গান হয়ে থাকবে।

নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন তাশফি। তিনি জানান, আলো গানটি তার জন্য প্রথম একক, যার কথা, সুর চিত্রায়ণে শুধু তাকেই খুঁজে পাওয়া যাবে।

আরাফাত কাজীর কথা আর তাশফির সুরে গানটির সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের সংগীত পরিচালক সুদীপ্ত পাল। ভিডিও নির্মাণ করেছেন ইলাজার ইসলাম আর মডেল হিসেবে কাজ করেছেন মডেল উপস্থাপিকা সারাহ আলম।

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক শিল্পী হিসেবে চীনের ইন্টারন্যাশনাল ঘোস্ট ফেস্টিভ্যাল- অংশ নিয়েছিলেন তাশফি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন