রোমাঞ্চ ছড়িয়ে ১ রানে হারল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

বার্বাডোজের কেনসিংটন ওভালে ১৭২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ১৫.১ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯৮/৮। শেষ ২৯ বলে স্বাগতিকদের প্রয়োজন পড়ে ৭৪ রান। টার্গেট ছোঁয়া অসম্ভব মনে হলেও হারার আগে হারেনি ক্যারিবিয়ানরা। বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড আর আকিয়াল হোসেন মিলে অবিশ্বাস্য লড়াইয়ে ২৯ বলে বোর্ডে তুললেন ৭২ রান। স্বাগতিকরা ১ রানে হার মানলেও এ দুজনের অনবদ্য পারফরম্যান্স কাঁপিয়ে দিয়েছে ইংলিশদের। 

শেফার্ড ২৮ বলে ১ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৪৪ এবং আকিয়াল ১৬ বলে ৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় সমান ৪৪ রান করেন। মঈন আলী ২৪ বলে ৩১ রান করার পর বল হাতে ২৪ রানে নেন তিন উইকেট নিয়ে তিনি ম্যাচসেরা হন। 

এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১-এ সমতা আনল ইংল্যান্ড। বৃহস্পতিবার একই মাঠে সিরিজের তৃতীয় ম্যাচ। 

এমন হারের পরও আত্মবিশ্বাসের ঘাটতি নেই ওয়েস্ট ইন্ডিজ দলে। অধিনায়ক কাইরন পোলার্ড বললেন, ফিল্ডিং নিয়ে আমাদের অনেক হতাশা। তবে এ মুহূর্তে আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে, আশাকরি তা পরের ম্যাচগুলোতে ফুটে উঠবে। 

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ১৭১/৮ (জেসন রয় ৪৫, মঈন আলী ৩১, ক্রিস জর্ডান ২৭, টম ব্যান্টন ২৫; জেসন হোল্ডার ২/২৫)। ওয়েস্ট ইন্ডিজ: ১৭০/৮ (শেফার্ড ৪৪*, আকিয়াল ৪৪*; মঈন ৩/২৪, আদিল রশিদ ২/২৪)। ফল: ইংল্যান্ড ১ রানে জয়ী। ম্যাচসেরা: মঈন আলী (ইংল্যান্ড)। সিরিজ: ৫ ম্যাচ সিরিজ ১-১-এ সমতা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন