শেষ ম্যাচে শ্রীলংকার কাছে হার

কমনওয়েলথ গেমসে খেলা হলো না মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক

শেষ ম্যাচে শ্রীলংকাকে হারালেই এ বছর বার্মিংহাম কমনওয়েলথ গেমস ক্রিকেটের টিকিট নিশ্চিত হতো বাংলাদেশ নারী দলের। কিন্তু ‘ফাইনাল’-এ রূপ নেয়া এই ম্যাচে হেরেছে নিগার সুলতানার দল। আজ সকালে কুয়ালালামপুরে অধিনায়ক চামারি আতাপাত্তুর অলরাউন্ড নৈপুন্যে ২২ রানের জয় তুলে নেয় সিংহলিজরা। ১৩৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১১৪ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশের মেয়েরা, যারা এ বছর মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপে জায়গা পেয়েছে। ওয়ানডে বিশ্বকাপে আবার জায়গা হয়নি শ্রীলংকার।   

চামারি আতাপাত্তু প্রথমে ব্যাট হাতে ২৮ বলে ৪৮ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ার পর বল হাতে নেন তিন উইকেট। 

কমনওয়েলথ গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তনে এবার এবার অংশ নেবে নারীদের আটটি দল। স্বাগতিক হিসেবে জায়গা পেয়েছে ইংল্যান্ড। এছাড়া র্যাংকিং বিচারে খেলবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও বার্বাডোজ। অষ্টম দল হিসেবে তাদের সঙ্গে যোগ দেবে শ্রীলংকা। 

বাছাইপর্বে অংশ নিয়েছিল শ্রীলংকা, বাংলাদেশ, স্কটল্যান্ড, মালয়েশিয়া ও কেনিয়া। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে শ্রীলংকা, ৬ পয়েন্ট নিয়ে তাদের  পরেই বাংলাদেশ। 

এ নিয়ে দ্বিতীয়বারের মতো কমনওয়েলথ গেমসে জায়গা পেয়েছে ক্রিকেট। এবার নারীদের ক্রিকেট হবে টি২০ ফরম্যাটে। ১৯৯৮ সালের কুয়ালালামপুর গেমসে প্রথমবার ক্রিকেট জায়গা পায়, তখন ছেলেদের ওয়ানডে ফরম্যাট ছিল। দীর্ঘ ২৪ বছর পর কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন