হিলিতে নিম্নমুখী পেঁয়াজ আমদানি, কমছে দামও

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

বাজারে দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি অনেকটাই কমেছে। আমদানি কমার পাশাপাশি কমেছে পণ্যটির দামও। একইভাবে দেশীয় পেঁয়াজের দাম কমতির দিকে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দরে নতুন ইন্দোর জাতের ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১-২২ টাকা কেজি দরে, যা কয়েক দিন আগে ২৩-২৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। নাসিক জাতের বড় আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬-৩৭ টাকা কেজি দরে। হিলি বাজারে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২-২৪ টাকা কেজি দরে, যা দুদিন আগেও ২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা ফিরোজ হোসেন বলেন, বাজারে পর্যাপ্ত দেশীয় পেঁয়াজের সরবরাহ রয়েছে। এসব পেঁয়াজের দামও কম। ফলে ভারতীয় পেঁয়াজের পরিবর্তে দেশীয় পেঁয়াজের চাহিদা বেশি।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমলেও অব্যাহত আছে। ফলে দেশের বাজারে পণ্যটির দাম কমছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি একেবারেই কমে এসেছে। আগে যেখানে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো, এখন তা কমে দুই ট্রাকে নেমেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন