ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের শুভসূচনা

ক্রীড়া প্রতিবেদক

হাফ সেঞ্চুরি উদযাপন মিনিস্টার গ্রুপ ঢাকার তামিম ইকবালের। যদিও দলের হারে বিফলে যায় তার লড়াই ছবি: নিজস্ব আলোকচিত্রী

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই শুরু হওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল-২০২২) শুভসূচনা করেছে ফরচুন বরিশাল খুলনা টাইগার্স। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উইকেটে হারায় বরিশাল। সন্ধ্যায় তারকাখচিত মিনিস্টার গ্রুপ ঢাকাকে উইকেটে হারিয়েছে খুলনা।

রাতের শিশিরের কথা মাথায় রেখে সন্ধ্যায় টস জিতে আগে ফিল্ডিং নেন খুলনার দলনায়ক মুশফিকুর রহিম। তার সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করে ঢাকার ছুড়ে দেয়া ১৮৪ রান তাড়া করে জয় ছিনিয়ে নেয় খুলনার ব্যাটাররা। উদ্বোধনী জুটিতে আফগান তারকা মোহাম্মদ শাহজাদকে নিয়ে . ওভারে ৬৯ রান তুলে দিয়ে ঢাকাকে বড় স্কোরের ভিত গড়ে দেন তামিম ইকবাল। বাংলাদেশ ওয়ানডে দলনায়ক তামিম ৪২ বলে ৫০ রান করেন বাউন্ডারির সাহায্যে। এছাড়া শাহজাদ বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ৪২ অধিনায়ক মাহমুদউল্লাহ দুই বাউন্ডারি তিন ছক্কায় ২০ বলে ৩৯ রান করেন। তিনজনের ব্যাটে ভর করে ২০ ওভারে উইকেটে ১৮৩ রানের সৌধ গড়ে ঢাকা।

যদিও বিশাল রানকে পুঁজি করেও ঢাকাকে জেতাতে পারেননি তাদের বোলাররা। রনি তালুকদার ৪২ বলে ৬১ রান করে খুলনার জয়ে রাখেন অগ্রণী ভূমিকা। এছাড়া ক্যারিবিয়ান খেলোয়াড় আন্দ্রে ফ্লেচার ২৩ বলে ৪৫ লংকান বিস্ফোরক ব্যাটার থিসারা পেরেরা ১৮ বলে ৩৬ রান করে এক ওভার উইকেট হাতে রেখেই খুলনাকে জেতান। খুলনাকে জিতিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন রনি তালুকদার। 

এর আগে উদ্বোধনী ম্যাচে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অনবদ্য বোলিংয়েও জেতেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভারে উইকেট হারিয়ে বোর্ডে মাত্র ১২৫ রান তুলতে সমর্থ হয় চট্টগ্রাম। ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েল ২০ বলে ৪১ রান করে চট্টগ্রামের মান বাঁচিয়েছেন। আলজারি জোসেফ ৩২ রানে তিনটি নাঈম হাসান ২৫ রানে দুটি উইকেট নেন। অধিনায়ক সাকিব আল হাসান ওভারে রানের বিনিময়ে শিকার করেন একটি উইকেট।

এরপর মিরাজের ঘূর্ণি জাদু বরিশালকে চ্যালেঞ্জের মুখে ফেললেও টার্গেটটা ছোট বলে শেষ রক্ষা হয়নি চট্টগ্রামের। বরিশাল উইকেট বল হাতে রেখে জয় তুলে নেয়। ১৬ রানে উইকেট নিয়ে ম্যাচসেরা হন মিরাজ।

আজ বিপিএলে দুটি ম্যাচ। দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা ভিক্টোরিয়ানস খেলবে সিলেট সানরাইজার্সের বিপক্ষে, বিকাল সাড়ে ৫টায় মুখোমুখি হবে দুই হারা দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মিনিস্টার গ্রুপ ঢাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন