সপ্তাহজুড়ে বিএসসির প্রায় ৪০০ কোটি টাকার শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি কোম্পানিগুলোর শেয়ারদর সাম্প্রতিক সময়ে বেশ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি উত্থান হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ারে (বিএসসি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনেও গত সপ্তাহে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে বিবিধ খাতের কোম্পানিটি। মোট লেনদেনের দশমিক ৭০ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। সপ্তাহজুড়ে কোম্পানিটির কোটি ৮১ লাখেরও বেশি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য প্রায় ৪০০ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আগের সপ্তাহে লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল বিএসসি। ওই সময় কোম্পানিটির লেনদেন ২০ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পায়। লেনদেন বৃদ্ধির সেই ধারা গত সপ্তাহেও ধরে রেখেছে কোম্পানিটি। সময় লেনদেনের ভিত্তিতে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন বৃদ্ধি পেয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির, ১০ দশমিক ৪১ শতাংশ।

কোম্পানিটির শেয়ারদর লেনদেন অস্বাভাবিক হারে বাড়তে থাকায়কারণ জানতে চেয়ে সম্প্রতি বিএসসিকে চিঠি দেয় ডিএসই। ওই চিঠির পরিপ্রেক্ষিতে গত বুধবার বিএসসির পক্ষ থেকে জানানো হয়, শেয়ারদর লেনদেন বৃদ্ধির পেছনে কোম্পানির কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।

তবে প্রথম প্রান্তিকে কোম্পানিটি ভালো মুনাফা করায় সর্বশেষ হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা কোম্পানিটির শেয়ারদর লেনদেন বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভালো মুনাফা করেছে বিএসসি। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৩৪ পয়সা। আগের বছরের একই সময়ে যেখানে আয় ছিল ৫৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ৬২ পয়সায়।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা বাকি কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এক্সচেঞ্জটির মোট লেনদেনের দশমিক ৪৫ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৬৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মোট লেনদেনের দশমিক ৪৯ শতাংশ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ফরচুন সুজ। গত সপ্তাহে কোম্পানিটির প্রায় ৩৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দশমিক ৮৪ শতাংশ নিয়ে তালিকায় পরের অবস্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক। কোম্পানিটির ৩১৬ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। পঞ্চম অবস্থানে থাকা জিপিএইচ ইস্পাতের লেনদেন হয়েছে ২৩০ কোটি টাকার মতো।

লেনদেনে শীর্ষে থাকা বাকি কোম্পানিগুলো হলো পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ওরিয়ন ফার্মা লিমিটেড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন