আরো ১৫ দিন পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরো এক দফায় বাড়ানো হলো।  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ার লেনদেন আরো ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। নিয়ে ৫৬ দফায় কোম্পানিটির লেনদেন বন্ধের সময় বাড়ানো হলো। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ জানুয়ারি থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

২০১৯ সালের ১৪ জুন পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন প্রথমবারের মতো স্থগিত করে দুই স্টক এক্সচেঞ্জ। লিস্টিং রেগুলেশনের ধারা ৫০() অনুসারে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়। পরবর্তী সময়ে ১৫ দিন পর পর স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হচ্ছে।

লিস্টিং রেগুলেশনের ধারা ৫০() অনুসারে, তালিকাভুক্ত কোনো কোম্পানি লিস্টিং রেগুলেশনের বিধান লঙ্ঘন করলে কিংবা কোম্পানির শেয়ারদরে প্রভাব পড়তে পারেএমন কোনো গুরুত্বপূর্ণ তথ্যে ঘাটতি থাকলে স্টক এক্সচেঞ্জ সেই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করতে পারবে। আর লিস্টিং রেগুলেশনের ধারা ৫০() অনুসারে, প্রথম দফায় ৩০ কার্যদিবস পর্যন্ত কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। পরবর্তী সময়ে স্টক এক্সচেঞ্জ চাইলে আরো ১৫ কার্যদিবসের জন্য স্থগিতাদেশের মেয়াদ বাড়াতে পারবে।

এর আগে গক নভেম্বর দুর্দশাগ্রস্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিংয়ের কার্যক্রম চালু করতে সর্বাত্মক সহযোগিতা করার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮০০তম কমিশন সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়। ওই সময় কমিশনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত অনিরীক্ষিত আর্থিক বিবরণী অন্যান্য কার্যক্রমের ওপর বিশেষ নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করার কথা জানানো হয়। পাশাপাশি আদালতের নির্দেশনা পিএলএফএসএলের পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে আর্থিক পুনর্গঠনের বিভিন্ন দিক বিবেচনা করে কোম্পানিটির কার্যক্রম চালু করতে সর্বাত্মক সহযোগিতা করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন