এসকের ৫০ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর কিনছে স্যামসাং

বণিক বার্তা ডেস্ক

গ্যালাক্সি এ২৩ ফাইভজি ফোনের জন্য এসকে হাইনিক্স থেকে ৫০ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর কিনবে স্যামসাং। চলতি বছরের দ্বিতীয়ার্ধে আসা স্মার্টফোনটির জন্য সেন্সর কিনবে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। খবর দি ইলেক।

গ্যালাক্সি এ২৩ স্মার্টফোনের ফোরজি এলটিই ফাইভজি ভার্সন আনতে যাচ্ছে স্যামসাং। ফোরজি এলটিই ভার্সনের কোটি ৭১ লাখ ফাইভজি ভার্সনের কোটি ২৬ লাখ ইউনিট বিক্রির পরিকল্পনা করছে তারা। চলতি বছরের প্রথম প্রান্তিকে ফোরজি এলটিই ভার্সন উন্মোচন করা হলেও ফাইভজি ফোনটি আসবে দ্বিতীয়ার্ধে।

এর আগে স্যামসাংকে ১০ মেগাপিক্সেল থেকে ২০ মেগাপিক্সেলের বিভিন্ন ইমেজ সেন্সর সরবরাহ করেছে এসকে হাইনিক্স। প্রথমবারের মতো ৫০ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর সরবরাহ করবে তারা। এসকে হাইনিক্স থেকে ইমেজ সেন্সর কেনার মাধ্যমে স্মার্টফোনের দাম কমানোর চেষ্টা করছে স্যামসাং।

২০১৯ থেকে স্যামসাংকে ইমেজ সেন্সর সরবরাহ শুরু করেছে এসকে হাইনিক্স। গ্যালাক্সি এম সিরিজের ফোনের জন্য সাশ্রয়ী ইমেজ সেন্সর সরবরাহ করেছে তারা। এমনকি গত বছর তারা স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফোল্ড ফোল্ডেবল ফোনের জন্য ১৩ মেগাপিক্সেলের সেন্সর সরবরাহ করেছে এসকে হাইনিক্স।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন