চতুর্থ প্রান্তিকে ২০১৫ পরবর্তী সর্বনিম্ন সাবস্ক্রাইবার প্রবৃদ্ধি নেটফ্লিক্সের

বণিক বার্তা ডেস্ক

স্কুইড গেমের মতো জনপ্রিয় সিরিজ আনার পরও গত বছরের চতুর্থ প্রান্তিকে সাবস্ক্রাইবার প্রবৃদ্ধিতে শ্লথগতি দেখছে নেটফ্লিক্স। ২০২০ সালের সাবস্ক্রাইবার বৃদ্ধির তুলনায় ৫০ শতাংশ কম ছিল চতুর্থ প্রান্তিকের সাবস্ক্রাইবার প্রবৃদ্ধি। এছাড়া নতুন সাবস্ক্রাইবার আগমনের দিক থেকে ২০১৫ পরবর্তী সর্বনিম্ন প্রবৃদ্ধি দেখেছে নেটফ্লিক্স। খবর টেক ক্রাঞ্চ।

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ৮৫ লাখ নতুন সাবস্ক্রাইবার লক্ষ্যমাত্রা থাকলেও ৮৩ লাখ সাবস্ক্রাইবার পেয়েছে নেটফ্লিক্স। এছাড়া ২০২২ সালের প্রথম প্রান্তিকে সাবস্ক্রাইবার লক্ষ্যমাত্রা কমিয়ে ২৫ লাখ করা হচ্ছে। ২০২১ সালের একই প্রান্তিকে ৪০ লাখ সাবস্ক্রাইবার পেয়েছিল স্ট্রিমিং জায়ান্টটি।

শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো এক চিঠিতে নেটফ্লিক্স জানায়, বিনোদন সময় বিবেচনায় ভোক্তাদের কাছে সবসময়ই অসংখ্য বিকল্প থাকছে। গত ২৪ মাসে প্রতিযোগিতা আরো তীব্রতর হয়েছে। বিভিন্ন বিনোদন কোম্পানিই নিজস্ব স্ট্রিমিং সেবা নিয়ে আসছে।

বিশ্বব্যাপী নেটফ্লিক্সের মোট সাবস্ক্রাইবার সংখ্যা ২২ কোটি ২০ লাখ। হুলু, ইএসপিএনসহ ডিজনির মোট সাবস্ক্রাইবার সংখ্যা ১৭ কোটি ৯০ লাখ। ২০২৩ সালের মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যা এর চেয়ে দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে আগ্রাসী কর্মসূচি হাতে নিয়েছে ডিজনি কর্তৃপক্ষ। ২০২০ সালের মে মাসে যাত্রা শুরুর পর এইচবিও ম্যাক্সের দাবি গত ডিসেম্বরে তাদের সর্বোচ্চ দর্শক ছিল।

গত সপ্তাহে নেটফ্লিক্স জানায়, যুক্তরাষ্ট্র কানাডায় তারা সাবস্ক্রিপশন ফি বাড়াচ্ছে। তবে এশিয়ার বিনোদন শিল্পের প্রাণকেন্দ্র ভারতে ফি কমিয়েছে। গেমিংয়ের মাধ্যমে বিকল্প আয়ের উৎস খুঁজছে নেটফ্লিক্স। সম্প্রতি গেমিং স্টুডিও নাইট স্কুল অধিগ্রহণ করেছে নেটফ্লিক্স। চলতি বছরে নেটফ্লিক্স তাদের গেমিং পোর্টফোলিও সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন